Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

বরেন্দ্র অঞ্চল বা রজশাহী বিভাগের ভৌগলিক ও  ‍ভুতাত্ত্বিক পরিচিতি

বস্থানঃ  বরেন্দ্র অঞ্চল বা বর্তমান রাজশাহী বিভাগ ২৩-৪৮’-৩০” উত্তর অক্ষাংশ ও  ২৬-৩৮’ উত্তর অক্ষাংশ এবং ৮৮-০২” পূর্ব দ্রাঘিমাংশ ‍ও ৮৯-৫৭’  পূর্ব দ্রাঘিমাংশের মধ্যবর্তী স্থানে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা এ স্থানের সামান্য দক্ষিণ (২৪ ও ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী স্থান) দিয়ে চলে গেছে। ৯০ ডিগ্রি পূর্ব গোলার্ধের ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত বিধায় ৮৮ডিগ্রি ২’ ও ৮৯ডিগ্রি-৫৭’ দ্রাঘিমাংশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এ স্থান ও পূর্ব গোলার্ধের প্রায় মাঝামাঝি স্থানে অবস্থিত।

সীমানাঃ এ স্থানের উত্তরে ভারতের পুর্নিয়া, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা সমুহ, পশ্চিমে ভারতের পুর্নিয়া, ভারতের দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলা দুটি ও মালদহ জেলা, দক্ষিণে পদ্মা নদীর ওপারে অবস্থিত ভারতের মুর্শিদাবাদ ও নদীয়া জেলাদ্বয় এবং বাংলাদেশের কুষ্টিয়া ও রাজবাড়ী জেলাদ্বয় এবং পূর্বে ভারতের ধুবড়ি জেলা ও ব্রহ্মপুত্র নদীর ওপারে অবস্থিত ভারতের তরা জেলা ও যমুনা নদীর ওপারে অবস্থিত বাংলাদেশের জামালপুর ও টাঙ্গাইল জেলা দুটি ।

আয়তন ও লোকসংখ্যাঃ বৃহত্তর দিনাজপুর, রংপুর, ও বগুড়া, পাবনা ও রাজশাহী এই পাঁচটি জেলা নিয়ে গঠিত বরেন্দ্রভুমি তথা রাজশাহী বিভাগের আয়তন ১৩,৩৬৯ বর্গমাইল (৩৪,৬৫৪ বর্গ কিঃমিঃ) ও ১৯৮১ খ্রিষ্টাব্দের আদমশুমারী মতে েএর লোকসংখ্যা ২,১৮,৯৬,৮৯১ জন এবং প্রতি বর্গমা্লে লোকসংখ্যা ১৬৩৭ জন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন সংস্থা।


বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, আটোয়ারী জোনের অফিস প্রধানের পদবী- 

সহকারী প্রকৌশলী

অফিস কার্যক্রমের সংক্ষিপ্ত বিববরণঃ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সেচের মাধ্যমে ফসল উৎপাদন, গ্রামীন সংযোগ সড়ক নির্মাণ, প্রাকৃতিক ভারসাম্য আনয়নকল্পে বনায়ন, ভূ-উপরিস্থ পানি সংরক্ষণের জন্য খাল ও পুকুর পুনঃখনন এবং সেচের গভীর নলকূপ সংলগ্ন ওভারহেড ট্যাংক নির্মাণ করে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ইত্যাদি কার্যক্রম সম্পাদন।